Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন

মাজদিয়া বাওড়ে মৎস্য চাষ

ঝিনাইদহ জেলায় বাওড় রয়েছে মোট ৯টি। এদের মাঝে উল্লেখযোগ্য হচ্ছে বালহর, মারজাত, মাজদিয়া এবং বরফার বাওড়। উল্লেখযোগ্য খালগুলো হচ্ছে পুটিমারি, সোনালীডাঙ্গা, ডাকুয়ার এবং টাট্টিপুর খাল।

 

এরই মধ্যে বারবাজার ইউনিয়নে রয়েছে মাজদিয়া বাওড়। এখানে প্রতিবছর প্রচুর মাছ উৎপাদন হয়। বাওড় চার পাশে গড়ে উঠেছে বসতি। যাদের জীবিকা নির্বাহ হয় এই বাওড় থেকে।

 

যাতায়াতঃ মেইন ষ্ট্যান্ড থেকে পূর্ব দিকে মাত্র ১০ টাকা ভ্যান অথবা রিকশা ভাড়া দিয়ে আপনি যেতে পারবেন।