১। বারবাজার ফুটবল একাদশ ক্লাব । য়ে ক্লাবে ২৩ জন সদস্য আছে, যাদের নিয়মিত তত্যাবধানে একাদশটি খুবই সুনামের সাখে পরিচালিত হয়ে আসছে । ২০০৫ ইং সালে ক্লাবটি ইউনিয়ন চ্যাম্পিয়ন হয় ।
২। বারবাজার জাগরণী ক্লাব । ৫০ সদস্য বিশিষ্ট কমিটি দ্বারা পরিচালিত হয় । কাষ্টভাঙ্গা ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব মো: আয়ুব হোসেন খানের সভাপাতিত্বে পরিচালিত হয় । নিয়মিত তত্যাবধানে ফুটবল, ক্রিকেট, হা-ডু-ডু ইত্যাদি খেলা অনুষ্ঠিত হয় ।
৩। বারবাজার ক্রিকেট একাদশ । ৩৩ সদস্য বিশিষ্ট কমিটিদ্বারা ক্রিকেট একাদশ পরিচালিত হয় । একাদশটি অত্র এলাকার ভীতর খুবই দক্ষতার সাথে পরিচালিত হয় ।
ছবি
সংযুক্তি