মাজার রোড, বাদুরগাছা, কালীগঞ্জ, ঝিনাইদহ।
বারবাজার ষ্ট্যান্ড থেকে মাত্র ২০০ গজ দুরে অবস্থিত। ৫ টাকা ভ্যান অথবা করিমন গাড়ীতে যাতায়াত করা যায়। এটা আমাদের ৯নং ইউনিয়ন পরিষদের খুবই নিকটস্থ।বেশির ভাগই মানুষ পায়ে হেটে চলাচল করে।
আবাসন ব্যবস্থা: আবাসন সুবিধা না থাকায় দিনের আলোয় নিরাপদ স্থানে ফেরত আসতে হবে।
প্রতি বছর এখানে ওরশ শরীফের আয়োজন করা হয়। এবং ৫০ হাজার থেকে ৭০ হাজার লোকের সমাগম ঘটে এখানে। এখানে গাজী, কালু, চম্পবতীর মাজার শরীফ রয়েছে।
আরও জানতে ভিজিট করুন http://www.jessore.info/index.php?option=content&value=532
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS