বাবাজার এ ঐতিয্যবাহী মসজিদ সহ গাজী-কালু-চম্পাবতী মাজার শরীফ রয়েছে।
এছাড়াও বারবাজারে ১৪টি প্রাচীন মসজিদ রয়েছে। যেখানে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থীর সমাগম ঘটে।
যাতায়াত
গাজী-কালু-চম্পাবতী মাজার শরীফ: মেইন ষ্ট্যান্ড থেকে পূর্বে বাদুরগাছা রোড। মাত্র ৫ টাকা ভ্যান ভাড়া দিয়ে আপনি ঘুরে আসতে পারেন।
প্রাচীন মসজিদঃ প্রাচীন মসজিদ সব গুলিই পশ্চিমে তাহের পুর রোড সংলগ্ন অবস্থিত। আপনি পায়ে হেটে অথবা একটি ভ্যান রিজাভ করে ঘুরে ঘুরে দেখতে পারেন। খুবই চমৎকার এই মসজিদ গুলি।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS